মৌলভীবাজার পৌর সভায় ‘সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫, ১২:০৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে মৌলভীবাজার পৌর সভায় স্থাপিত ‘সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। ফলে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে মৌলভীবাজার পৌরবাসীর জন্য মনু নদ থেকে শোধনকৃত পানির সুবিধা নিশ্চিত হয়েছে।
পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে মনু নদ থেকে পাইপের মাধ্যমে পানি সংগ্রহ করে তা শোধন শেষে পৌর এলাকায় পানি সরবরাহে এ প্রকল্প হাতে নেয়া হয় ২০১০-২০১১ অর্থবছরে। মাঝারী শহর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জিওবি এবং এডিবি’র অর্থায়নে মাতারকাপনস্থ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা। প্রথম পর্যায়ে প্লান্ট আওতাভুক্ত ৩৪ হাজার মিটার পাইপ লাইন থেকে সাড়ে চার হাজারের অধিক গ্রাহককে প্রতিদিন ৬ হাজার কিউবেক মিটার পানি সরবরাহ করা হবে। পরবর্তীতে তার পরিসর আরো বাড়ানো হবে।
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন উত্তর আজ বিকেলে পৌর প্রাঙ্গণে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর চেয়ারম্যান ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেন, ১৭ বছরের পরিক্রমায় মৌলভীবাজার পৌরসভাকে আপন হাতে সাজিয়েছি। পৌরসভাকে বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে গেছি। সুতরাং এই পৌর এলাকা যাতে আগামীতে অকল্যান্ডের একটি সুন্দর নগরীতে পরিণত হয় সে পরিকল্পনা আমার আছে। এজন্য পৌর কর্তৃপক্ষকে তার সাথে সমন্বয় রেখে পরিকল্পনা সাজানোর তাগিদ দেন। তিনি বলেন, আগামীতে শহরের রূপরেখা অনেকটাই পাল্টে যাবে।
পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এ নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা আ’লীগের সহসভাপতি মো. ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব প্রমুখ।