মৌলভীবাজারে যাত্রার প্যান্ডেলে আগুন দিল জনতা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫, ১২:৫৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের নিকটে স্থাপন করা অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের প্যান্ডেল ভেঙে জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। ফলে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, সদর উপজেলার দুঘর এলাকার কলিম উল্লাহ, আব্দুল কাইয়ুম শিশুসহ অনেকের নেতৃত্বে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর জন্য প্যান্ডেল নির্মাণ করে। এতে এলাকার সুশীল সমাজের মানুষ বিক্ষুব্ধ হয়ে সোমবার বিকেলে কৈয়ারখালি বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভাস্থল থেকে মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা যাত্রাগানের নামে অশ্লীলতার প্যান্ডেল গুড়িয়ে দেয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান নাজিরাবাদ এলাকায় কোন যাত্রার প্যান্ডেল আছে বলে জানা নেই। প্যান্ডেল ভাঙচুরের ঘটনা সম্পর্কে কোন কিছু জানা নেই।