রাজনগরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫, ১০:৩২ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে ২০ লিটার মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে। এব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও গ্রামের শিবমন্দির এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে মদ বিক্রির সময় হাতেনাতে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হল মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের বাবুল মিয়া (৫৫), আলমাছ মিয়া (৫৫), হরিপদ ধর (৫৪) ও কাজিরহাট গ্রামের দেলোয়ার শেখ (৩৫)। এসময় পুলিশ ২০ লিটার মদ উদ্ধার করে। এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী বাদি হয়ে রাজনগর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারীকর্মকর্তা রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।