শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫, ৯:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক :;
মৌলভীবাজারে ট্রাকচাপায় নোমান আহমদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ ২৩ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার শেরপুরবাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুরস্থ একটি ফার্মেসির কর্মচারী নোমান আহমদ মোটরসাইকেলে শেরপুরবাজার থেকে নবীগঞ্জ উপজেলার জিয়াদিপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে রোমান গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু পর সে মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘাতক ট্রাকটি ও তার ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।