নবীগঞ্জ মা ও ২ শিশু সন্তানের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৮:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মা ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড়ভাকৈর গ্রামের পুকুর থেকে দুই সন্তানের এবং বাড়ির পাশের একটি গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর গ্রামের বর্গাচাষী ফরিদ উদ্দিনের স্ত্রী রুমেনা খাতুন (৩০), তার মেয়ে মুসলিমা খাতুন (৭) ও ছেলে মুসা মিয়া (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়ভাকৈর গ্রামের বর্গাচাষী ফরিদ উদ্দিন সকালে ঘুম থেকে ওঠে তার স্ত্রী ও দুই সন্তানকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই সন্তানের লাশ ভাসতে দেখেন। এ ছাড়া বাড়ির পাশে একটি জারুল গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রী রুমেনাকেও ঝুলতে দেখেন।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করে।
ফরিদ উদ্দিন জানান, তার স্ত্রী রুমেনা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। রাতে তিনি ঘুমিয়ে গেলে দুই সন্তানকে পুকুরে ফেলে রুমানা আত্মহত্যা করে বলে নিজের ধারণার কথা জানান ।
তবে রুমেনা ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন রুমেনার বাবা মাসুক মিয়া। তিনি জানান, মাঝে মধ্যে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দিত। এরই জের ধরে রুমেনা ও তার দুই সন্তানকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ রুমেনা তার ২ সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।