সিলেটে বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৭:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকা থেকে আতাউর রহমান শাহজাহান (৩৭) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি হাটখোলা ইউনিয়নের হাটখোলা গ্রামের মৃত সালামত উল্লাহর পুত্র। গতকাল ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তবে পেট থেকে মাথা পর্যন্ত একটি চাউলের সাদা বস্তা দিয়ে ঢাকা ছিল। স্থানীয়রা প্রাথমিকভাবে সেটা শাহজাহানের লাশ বলে অনুমান করলেও নিশ্চিত হতে পারেননি। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খোলার পর শাহজাহানের লাশ বলে সনাক্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলে কোন রক্তের দাগ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে তার বাড়ির পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পারিবারিক সূত্র জানায়, শাহজাহান তিন ভাই এরমধ্যে ২য়। বড় ভাই বিদেশে থাকেন। ছোট ভাই কবিরের শিবেরবাজারে শুঁটকির দোকান রয়েছে। শাহজাহান ঐ দোকানেই বসতেন। শাহাজাহান বিয়ে করেন একই গ্রামের রহিমা বেগমকে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে শাহজাহান ও রহিমার মধ্যে কিছু দিন থেকে বনিবনা হচ্ছিল না। রহিমা গত ৫/৬ মাস ধরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছেন।
নিহতের ছোট ভাই কবির আহমদ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের জানান, গত শুক্রবার রাতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহাজাহান। এরপর আর বাড়ি ফিরেননি। গভীর রাতে একই গ্রামের দুজন লোক শাহজাহানকে নিতে এসেছিল বলে জানান। এরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলেও তিনি পুলিশকে জানান।
অপরদিকে, নিহত শাজাহানের স্ত্রী রহিমা বেগমের বাবা-মা বেঁচে নেই। ভাই না থাকায় একমাত্র বড় বোন তার স্বামী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ নিহতের বাড়ির ৫/৭ গজ দূর থেকে তার লাশ উদ্ধার করে । ময়না তদন্ত শেষে শাহজাহানের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান হত্যাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।