সন্ধ্যায় দেশে ফিরছে টাইগাররা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৮:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ হবার পর আজ সন্ধ্যে সাতটায় ঢাকার বিমানবন্দরে পৌঁছচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ভারতের শেষ ম্যাচে হেরে গেলেও প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে পারায় দারুণ খুশি বাংলাদেশ দল ও দলের ভক্তরা।
গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের ছিল চোখে পড়বার মতো পারফরমেন্স।
ফলে দেশে ফিরবার আগেই অস্ট্রেলিয়াতে প্রবাসীদের কাছ থেকে সংবর্ধনা পেয়েছে বাংলাদেশ দল।
শুভেচ্ছা জানিয়ে অধিনায়ক মাশরাফিকে টেলিফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশেও ক্রিকেট দলকে নিয়ে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
গত কয়েকদিনে ফেসবুকে একাধিক ইভেন্ট পাতা দেখা গেছে, যেখানে ভক্তরা বলেছেন তারা নিজ উদ্যোগে বিমানবন্দর সংলগ্ন সড়কে গিয়ে দাঁড়িয়ে থাকবেন প্রিয় তারকাদের শুভেচ্ছা জানাতে।
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনও বলছে, তারা আজ বিমানবন্দরের সড়কে ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে থাকবে।
তবে বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানাচ্ছেন, ক্রিকেটারদের দেশে ফেরার পর আজ কোনও আনুষ্ঠানিকতা থাকবে না। দীর্ঘ সফরের পর ক্লান্ত ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সরাসরি বাসার উদ্দেশ্যে চলে যাবেন।
তিনি ঢাকার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করবার আগে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন।
তিনি জানান, কোচিং স্টাফেরা ছুটি কাটাতে নিজ নিজ দেশে চলে গেছেন। সতেরো জনের একটি দল আজ ফিরছে।
সাকিব আল হাসান ও তার স্ত্রী দেশে ফিরেছেন আগের দিন।