‘দুই জোটের কবল মুক্ত হতে জনগণের সমর্থনে তৃতীয় জোট সৃষ্টির বিকল্প নেই’— মৌলভীবাজারে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ১২:৫১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেছেন ভোটার বিহীন নির্বাচনের মন্ত্রী এম.পিরা দেশের প্রধান সংকট। একজোট পেট্রোল বোমায় মানুষ মারে, আরেক জোট গুলি করে মানুষ হত্যা করে। তাদের দিয়ে জনগণের কল্যাণ হতে পারে না। ২০ দলীয় জোটের হরতালের নামে ভয়তাল পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে পারেনি বর্তমান সরকার। দুই জোটের কবল মুক্ত হতে জনগণের সমর্থনে তৃতীয় জোট সৃষ্টির বিকল্প নেই। তিনি আরও বলেন, দুই জোটের এই লড়াইয়ের সুযোগ নিচ্ছে জামায়াতে ইসলামী। তারা যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে চাইছে।
সন্ত্রাস-সহিংসতা, অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে সিপিবি ও বাসদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ ২২ মার্চ রোববার বিকেলে এক সমাবেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি’র জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাসদ’র মুজাহিদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, অ্যাড. মঈনুর রহমান, অ্যাড. নিলিমেষ ঘোষ, কমরেড আব্দুল মালিক, অ্যাড. বদরুল হোসেন, অ্যাড. মাসুক মিয়া প্রমুখ।
উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে জনসভার শুরু হয়। হত্যা, গুম, নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ শেষে শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।