ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৮:২৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
ইসলামিক ফাউন্ডেশনের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রবিবার সকাল ১০ টায় র্যালি শেষে ইসলামিক মিশন হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও হিসাব সহকারী মো. খাইরুল আমীনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শামছুদ্দীন আহমদ।
সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ইসলামিক মিশনের হোমিও চিকিৎসক ডা. শরফুদ্দিন হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, বর্তমান ইউপি সদস্য রায়হান ফারুক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল জাব্বার।