অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ আটক ৪০
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫, ৫:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪০ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার রাতে উপজেলার গাজীপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা-৩৮ বিজিবি জানায়, সদর উপজেলার গাজীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ১২ নারী ও আট শিশুসহ ৪০ জনকে আটক করা হয়। এরা সবাই বাগেরহাট ও পিরোজপুর জেলার অধিবাসী।
আজ ২২ মার্চ রোববার সকালে আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।