বড়লেখায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৬০০ পরিবারের মাঝে বিদ্যুতায়ন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৫, ৭:০৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউপি’র পাটনা গ্রামে ২১০ পরিবার ও ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে সদর ইউপি’র রাঙ্গাউটি গ্রামে ৯০ পরিবার এবং তালিমপুর ইউপি’র হাকালুকি হাওর পাড়ের মুর্শিদাবাদকুরা গ্রামে ৩০০ পরিবারের মাঝে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে।
জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ২০ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন ।
বিদ্যুতায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ডিজিএম নিল মাধব বণিক, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ।