জুড়ীতে বাস পুড়ানো ঘটনায় জড়িত অভিযোগে শিবির কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৫, ৮:২৯ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের জুড়ীতে বাস পোড়ানো ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মামুন আহমদ (২৫) নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে জড়ী থানা পুলিশ।
আজ ২১ মার্চ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জায়ফরনগর ইউপি’র হাসনাবাদ গ্রামে অভিযান চালিয়ে শিবির কর্মী মামুনকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউপি’র হাসনাবাদ গ্রামের বাসিন্দা আতিক উল্লার ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী এক শিবির কর্মী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ মার্চ রাতে জুড়ী সদরে পার্কিং রাখা বাসে অগ্নিসংযোগের ঘটনায় শিবির কর্মী মামুন জড়িত রয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বুধবার রাতে জুড়ী সদরে পার্কিং রাখা একটি বাসে (মৌলভীবাজার জ-০৪-০০৬৫) পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসের ইঞ্জনসহ পুরো বাস প্রায় পুড়ে যায়। পরে এ ঘটনায় জুড়ী থানায় মামলা দায়ের করা হয়।