মৌলভীবাজারে হেরোইনসেবীর হাতে হেরোইনসেবী খুন, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৫, ১০:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার শহরতলীর চাঁদনীঘাট এলাকায় হেরোইনসেবীর হামলায় নিহত হয়েছে আরেক হেরোইনসেবী। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে।
হত্যাকাণ্ডের সাথে জড়িত অপর হেরোইনসেবীকে শহরতলীর বর্ষিজোড়া এলাকা থেকে আজ ২০ মার্চ শুক্রবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গুজারাই গ্রামের সাইমন ও জিলা মিয়ার মধ্যে হেরোইন খাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সাইমন জিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে জিলা মারা যায়। মৌলভীবাজার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায় এসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সাইমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসেম হত্যাকাণ্ডের সাথে জড়িতকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।