ফেনীতে মাছবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা, দগ্ধ ৫
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৫, ৮:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফেনীর দাগনভূঞায় মাছবাহী একটি ট্রাকে পেট্রোলবোমা হামলায় ৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, আজ ২০ মার্চ শুক্রবার ভোর ৫টার দিকে ট্রাকটি কুমিল্লার নিমসার বাজার থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল। দাগনভূঞা উপজেলার মাতভূঞা এলাকায় পৌঁছানোর পর ট্রাকটিতে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটির চালক-হেলপারসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
বোমায় আহত ব্যক্তিরা হলেন- ট্রাকের চালক ইউসুফ (৫৫), হেলপার রবিউল (১৬), যাত্রী আবুল হোসেন (৪৯), ওয়াসিম (২৮) ও রোকন (২৪)। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের মধ্যে ইউসুফ, আবুল ও ওয়াসিমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।
ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আকবর জানান, পাঁচজনের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, দুর্বৃত্তদের আটক করা যায়নি। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।