কমলগঞ্জে খাসিয়া আদিবাসীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৫, ৫:০৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলায় পরিকল্পিতভাবে খাসিয়া সদস্যকে ডেকে নিয়ে মদ দিয়ে হয়রানিমূলক মামলার প্রতিবাদে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল ১৮ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রায় তিন শতাধিক খাসিয়া নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সিলেট বিভাগীয় আদিবাসী নেতা, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী (হেডম্যান) জিডিসন প্রধান সুচিয়াং, কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেল ইয়েন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী, আদিবাসী ফোরাম নেতা পরিমল সিংহ বাড়াই, সুনীল মৃধাসহ মানববন্ধনে বিভিন্ন খাসিয়া পুঞ্জির নারী পুরুষরা অংশগ্রহণ করে।
কালেঞ্জী খাসিয়া পুঞ্জির হেডম্যান নাইট খেল ইয়েন বলেন, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া তাঁর নিজস্ব লোক দিয়ে বিভিন্ন সময়ে এ পুঞ্জির খাসিয়াদের কাছে চাঁদা দাবি করেন। চাহিদামত চাঁদা না দেওয়ায় ৩১ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা পানপুঞ্জির জুমে হামলা চালিয়ে প্রায় ৫ শতাধিক পান গাছ কেটে নিয়েছিল। এ ঘটনার পর কালেঞ্জী পুঞ্জির পক্ষে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়ার ঘনিষ্ঠজন সিকান্দরের বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয় ভীতির উপর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১৩ মার্চ কালেঞ্জী খাসিযা পুঞ্জির এক সদস্যকে চেয়ারম্যানের লোকজন আদমপুরের মধ্যভাগ এলাকায় ডেকে নিয়ে তিন লিটার দেশি মদ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটক খাসিয়া সদস্যের উপর মাদক নিয়ন্ত্রণ আইনে হয়রানিমূলক মামলা দেওয়া হয়।
জিডিসন প্রধান সুচিয়াংসহ অন্যান্যরা বক্তব্যে বলেন, কালেঞ্জী খাসিয়া পুঞ্জির খাসিয়া পরিবারগুলো আদমপুর ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের কারণে জিম্মি হয়ে আছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনিক সহযোগিতা কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
তবে আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আবদাল হোসেন তাকে হেয় করতেই খাসিয়াদের ব্যবহার করছেন।