হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ: নিহত ১, আহত ২০
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৫, ৭:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ সদর উপজেলার আষেঢ়া ফান্দ্রাইল ও লাখাই উপজেলার করাব গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রফিক মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গতকাল ১৮ মার্চ বুধবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা ও লাখাই উপজেলার মধ্যবর্তী সুতাং নদীর পাড়ে বেলেশ্বরী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া লাখাই উপজেলার করাব গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আহতদের মধ্যে আবদাল মিয়া (২৭), শীষ আলী (৫৫), ইউসুফ মিয়া (৪০), বরকত উল্লা (৫০), আসকির মিয়া (৪০), শাহীন মিয়া (২৫), রহমত উল্লাহসহ (৪০) অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে সুতাং নদীর মোহনার বেলেশ্বরী এলাকায় মেলা (স্থানীয়ভাবে বেলেশ্বরী বান্নি নামে পরিচিত) বসে। ওই মেলায় জুয়ার আসর থেকে আষেঢ়া ফান্দ্রাইল গ্রামের এক ব্যক্তিকে আটক করে করাব গ্রামের লোকজন।
এ ঘটনার জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র ব্যবহার করে।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর ও লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ রাউন্ড টিয়ারশেল এবং ২০৭ রাউন্ড রাবার বুলেটের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা সংঘর্ষে আহত রফিক মিয়াসহ অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক আহত রফিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় রফিক মিয়া মারা যান।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন।