শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের প্রকৌশলীসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৫, ১২:৩৭ অপরাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজ রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান (৩০) ও ডাটা এন্ট্রি অপারেটর শরিফুল ইসলাম স্থানীয় ভিক্টরিয়া মাঠে সিসিমপুর মেলা থেকে মটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান রংপুর ও শরিফুল ইসলাম নীলফামারী জেলার অধিবাসী বলে জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে।