চাঁদপুরে পেট্রোলবোমা হামলায় ট্রাক চালকের মৃত্যু, আহত ৫
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৫, ৯:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে চাঁদপুরে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা ও রঘুনাথপুরে দুটি ট্রাকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ট্রাক চালক মো. জাহাঙ্গীরের (৪০) বাড়ি যশোর জেলায় ঝিকরগাছা এলাকায়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, চট্টগ্রাম থেকে কাগজ নিয়ে যশোরের দিকে যাওয়ার পথে রাত ১২টার দিকে চান্দ্রা চৌরাস্তা এলাকায় আক্রান্ত হয় জাহাঙ্গীরের ট্রাক।
অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়লে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালক জাহাঙ্গীর। দগ্ধ হন আরও তিনজন।
এরা হলেন- চালকের সহকারী রুবেল (৩৫) এবং গরু ব্যবসায়ী খোরশেদ (৩০) ও শরীফ (৩৮)।
তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। তিনজনের অবস্থাই গুরুতর বলে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, ট্রাকটি যশোর থেকে গরু নিয়ে প্রথমে চট্টগ্রামে যায়। সেখানে গরু পৌঁছে দিয়ে ট্রাকে কাগজ তুলে আবারও যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়। গরু নিয়ে আসা দুই ব্যবসায়ীও ওই ট্রাকে করে ফিরছিলেন।
হতাহতদের সবার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা ও শার্শা এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, হামলাকারীদের কাউকে আটক করা যায়নি। পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে রঘুনাথপুর গুচ্ছগ্রাম এলাকায় রাতে আরেকটি ট্রাক অবরোধকারীদের হামলার শিকার হয়।
ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হলে প্রাণে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হন ট্রাক চালক আমানত খান (৪০) ও তার সহকারী কালু বেপারী (২২)। তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনামত চাঁদপুর শহরের গুণরাজদী কবিরাজ বাড়ির মোস্তাক হাজীর ছেলে। আর কালু চাঁদপুরের পুরানবাজার পশ্চিম বাজার এলাকার শুক্কুর বেপারীর ছেলে।