বড়লেখায় জামায়াত কর্মী খুন
প্রতিবাদে বৃহস্পতিবার মৌলভীবাজারে সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ১২:০০ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় দলীয় এক কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আগামীকাল ১৯ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের মৌলভীবাজার জেলা আমির আব্দুল মান্নান ও সেক্রেটারি সাহেদ আলী এ হরতালের ঘোষণা দেন।
১৭ মার্চ মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে জালাল উদ্দিন খলাগাঁও বাজার থেকে বিওসি কেছরীগুল গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় বিওসি কেছরীগুল নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নিহত জালাল উদ্দিন উপজেলার কাঠালতলী ইউপি’র কেছরীগুল গ্রামের গ্রামের মৃত সৈয়দ মতরুপ আলীর পুত্র ও ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামাল উদ্দিনের ভাই।
জামায়েত ইসলামীর উপজেলা সেক্রেটারী ফয়ছল আহমদ জানান, নিহত জালাল উদ্দিন কাঠালতলী ইউনিয়নর শাখার একজন সক্রিয় কর্মী। তিনি জালাল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।