চট্টগ্রামে কলেজ ছাত্রাবাসে অভিযান: অস্ত্র উদ্ধার, ৮০ শিবির নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ৫:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবির সন্দেহে ৮০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একে-২২সহ ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে শুরু হওয়া এ অভিযান এখনো অব্যাহত রয়েছে।
আটক শিবির নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশানার আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাস থেকে ৭২ শিবিরকর্মীকে আটক করা হয়। অভিযান চলাকালে ছাত্রাবাসের পাশে চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টার এলাকায় একটি গর্তে শিবিরের ব্যানারে মোড়ানো অবস্থায় একে-২২ রাইফেলসহ ৯টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এরপর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও ৮ শিবিরকর্মীকে আটক করা হয়।
তিনি আরও জানান, চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্যই এসব অস্ত্র মজুদ করা হয়েছিল। নাশকতা চালানোর উদ্দেশে শিবিরকর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হচ্ছিল।
অস্ত্রের মধ্যে রয়েছে- একটি একে-২২, একটি থ্রি নট থ্রি, তিনটি পিস্তল, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি দো-নলা বন্দুক, পাঁচটি রকেট ফ্লেয়ার, ৬১ রাউন্ড কার্তুজ ও ২৭ রাউন্ড গুলি।
ডিবি জানায়, নাশকতা চালাতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই ছাত্রাবাসে জড়ো হয়েছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।