বড়লেখায় জামায়াত কর্মী খুন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ৪:৪৮ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় জালাল উদ্দিন (২৫) নামের এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ১৭ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালতলী ইউপি’র বিওসি কেছরীগুল গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত জালাল উদ্দিন কাঠালতলী ইউপি’র কেছরীগুল গ্রামের গ্রামের মৃত সৈয়দ মতরুপ আলীর পুত্র ও ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামাল উদ্দিনের ভাই।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৭ মার্চ সোমবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে জালাল উদ্দিন খলাগাঁও বাজার থেকে বিওসি কেছরীগুল গ্রামের বাড়ীতে ফিরছিলেন। এ সময় বিওসি কেছরীগুল নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গুরুতর আহত জামায়াত কর্মী জালাল উদ্দিনকে পুলিশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।