বড়লেখায় বাস পোড়ানোর ঘটনায় মামলা, ২ ছাত্রদল কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ৯:০৭ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে গত ১৬ মার্চ সোমবার রাতে পার্কিং রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের নাম উল্লেখ ও আরো ১২ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় মামলা রজু হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের ২ কর্মীসহ ৪ জনের নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে বাসের মালিক হাফিজুর রহমান বাদী হয়ে এ মামলার এজাহার দাখিল করেন।
এদিকে ১৬ ও ১৭ মার্চ রাতে বাস পুড়ানো মামলায় এজাহার নামীয় ১ ও ২ নং আসামী ছাত্রদল কর্মী শরীফ উদ্দিন (২৫) ও আবু আহমদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শরীফ উদ্দিন পৌর শহরের ইয়াকুব নগরের আলা উদ্দিনের ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিশেষ ক্ষমতা আইনে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় পার্কিং করা অবস্থায় আবিদ পরিবহণ নামের একটি বাস (সিলেট-জ-১১-০৮১৮) পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা হেলপার আবুল হোসেন (৩০) ও মাছুম আহমদ (২৫) বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন।