সিলেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১২:৩২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। একই সঙ্গে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে জাতীয় শিশু দিবস।
আজ ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ।
পর্যায়ক্রমে সিলেটের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও মহানগর ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
এরপরে জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বেলা ১১টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা জন্মদিনের কেক কাটেন।
এদিকে, শ্রদ্ধা জানানো শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শাবিপ্রবি, সিকৃবিসহ নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।