সিলেটে দোকান কর্মচারীকে কুপিয়ে জখম
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১২:২৮ অপরাহ্ণ
সিলেটে নগরীতে পাপ্পু ঘোষ (২৭) নামে এক দোকান কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বত্তরা।
গতকাল ১৬ মার্চ সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সবুজ বিপনী মার্কেট সংলগ্ন পুরানলেন এলাকার গলির মুখে এ ঘটনা ঘটে।
আহত পাপ্প নগরীর পাঠানটুলা পল্লবী আবাসিক এলাকার পনীটুলার নিখিল ঘোষের ছেলে।
জানা যায়, নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন সবুজ বিপনী মার্কেটের মুজিব ইলেক্ট্রনিক্স নামক দোকানের কর্মচারী পাপ্পু ঘোষ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে যাওয়ামাত্র অজ্ঞাত দুর্বত্তরা তাকে ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় পাপ্পুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে নিয়ে যান। তার পিঠে বাম পায়ে বেশ কয়েকটি জখমের চিহ্ন রয়েছে।
হাসপাতালে ভর্তি করার পর তার শরীরে অস্ত্রোপচার হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন।