সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১২:২৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথবাহিনী আজ ১৭ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে সুনামগঞ্জ শহরের হাছন নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার।
তিনি আরো জানান, নোমান ৫ জানুয়ারির সংঘর্ষে পুলিশ অ্যাসল্ট ও ৮ জানুয়ারির ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি।