কমলগঞ্জের কালাছড়া বনে রহস্যজনক আগুন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কালাছড়া বন বিটের সংরক্ষিত বনের বেলটিলা নামক স্থানে রহস্যজনক আগুনে প্রায় দুই একর বন পুড়েছে। এতে বনে প্রাকৃতিকভাবে গজিয়ে উঠা গাছ-গাছালিসহ বন্য জীব-জন্তু পুড়েছে।
স্থানীয়রা জানান, গতকাল ১৬ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই সংরক্ষিত বনের বেলটিলা এলাকায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা বন বিভাগকে সংবাদ দিলে বনকর্মী ও ভিলেজাররা মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।
কালাছড়া বন বিট কর্মকর্তা মোশারফ হোসেন বনে আগুন লাগার সত্যতা নিশ্চিত করলেও বনে আগুন লাগার কারণ জানাতে পারেননি।