কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১০:৫২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বাষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ১৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন কেক কাটা, র্যালি, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি , রচনা প্রতিযোগীতা আয়োজন করে। সকাল ৯টায় কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমানের নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের উপস্থিতিতে কেক কাটেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমানসহ অতিথিরা। কেক কাটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, এম মোসাদ্দেক আহমেদ মানিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ইফতেখার আহমেদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কুল কলেজের প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।