ফেনসিডিলসহ কমলগঞ্জের গণ মহাবিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১০:৪১ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে পাঁচ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে আখাউড়ায় পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ রবিবার রাতে আখাউড়ার হরমপুর বাইপাস এলাকায়। গতকাল ১৬ মার্চ সোমবার আদালতের মাধ্যমে আটক কলেজ শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফুর রহমান (৩৫) কলেজ থেকে সোমবার, মঙ্গলবার ও বুধবার তিন দিনের জন্য ছুটি নেন। রবিবার রাত ১২টার দিকে আখাউড়ার হরমপুর বাইপাস স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে একটি সিএনজি অটোরিক্সার গতিরোধ করে তল্লাশি চালান আখাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) আকরামুল হক। তল্লাশিকালে সিনজি অটোরিক্সার যাত্রী কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিলসহ কলেজের কিছু প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দ আশরাফুর রহমান কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে প্রায় ২ বছর ধরে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে চাকুরী করছেন। তার মূল বাড়ি ময়মনসিংহ জেলায়।
আখউড়া থানার উপ-পরিদর্শক (এস আই) আকরামূল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে মাদক আইনে কারাগারে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখাউড়া থানার উপ-পরিদর্শকের মাধ্যমে এ সংবাদটি পেয়েছি। বিষয়টি গণ-মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য উপাধ্যক্ষ এম এ শহীদসহ অন্যান্যদের অবহিত করে আটক শিক্ষকের কাছ থেকে জব্দ করা কলেজের প্রয়োজনীয় কাগজপত্র আখাউড়া থানা থেকে আনানোর ব্যবস্থা করছি।