‘ইসলামে ব্যক্তি মতবাদের কোনো স্থান নেই’— আলহাজ হাফিজ আলাউর রহমান টিপু
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ১০:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইসলামে কোন ব্যক্তি মতবাদের স্থান নেই। আজ যারা ইসলামের নাম নিয়ে কালেমা থেকে নবীর নাম পৃথক করে মুসলমানকে নতুন করে কালেমা শিক্ষা দিচ্ছে, তারা মূলত মুসলমানের ইমান আকিদাকে ধ্বংসের পায়তারা করছে। তাই তাদের ব্যাপারে প্রত্যেক মুসলমানকে সতর্ক থাকতে হবে।
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউপির বড়কাপন গ্রামে গত ১৫ মার্চ রোববার বড়কাপন বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে হাফিজ আলাউর রহমান টিপু এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, যারা নবীর শানকে সহ্য করতে পারে না, তারা কখনই নিজেদেরকে ইমানদার দাবি করতে পারে না। এদের কাছ থেকে ইমান রক্ষা করতে হলে একমাত্র আউলিয়া কেরামের অনুসারী হয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এধরনের ব্যক্তি মতবাদকে প্রতিহত করতে হবে।
বড়কাপন বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে জামে মসজিদ সংলগ্ন মাঠে বড়কাপন বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাও. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মনজলালী (র.) এর সুযোগ্য ছাহেবজাদা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জ. উ. ম আব্দুল মুনাঈম মনজলালী, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন জার্মানীর রাজধানী বার্লিন বায়তুল মোকাররম মসজিদের খতিব হযরত মাও. হেলাল উদ্দিন সিরাজী, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু, হযরত মাও. সিরাজুল ইসলাম মাসুক, হযরত মাও. আব্দুল হক রুহানী।
এছাড়া আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং একাটুনা ইউ. পি চেয়াম্যান মো. আবু সুফিয়ান, ইউপি সদস্য আবদুল্লাহ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।