বড়লেখায় আবারও বাসে আগুন দিলো দুর্বৃত্তরা, আহত ২
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫, ৯:৪৮ পূর্বাহ্ণ
এ.জে লাভলু, বড়লেখা ::
মৌলভীবাজারের বড়লেখায় আবারও একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১৬ মার্চ সোমবার রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বাসের ২ হেলপার আহত হয়েছেন। বাসে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জানা যায়, গতকাল ১৬ মার্চ সোমবার রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় পার্কিং করা অবস্থায় আবিদ পরিবহন নামের একটি বাস (সিলেট-জ-১১-০৮১৮) পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা হেলপার আবুল হোসেন (৩০) ও মাছুম আহমদ (২৫) বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন। বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটির সামনে ও পিছনের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আহত ২ হেলপারকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটির সামনে ও পিছনের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আজিজুর হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। বাসটি পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকার লঘাটি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ে ১০-১২ জন দুর্বৃত্ত বাসের গতিরোধ করে বাসটিতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।