কমলগঞ্জে চা শ্রমিকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৫, ২:০৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানে হনুমান ভর (৫৫) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছে।
শনিবার রাত ৯টায় নিজ ঘরে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করে।
চা বাগানের শ্রমিকরা জানান, পারিবারিক কলহের জের ধরে হনুমান ভর আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।