কুলাউড়ায় ফ্রি পেডিয়ানট্রিক চক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৫, ২:০০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কুলাউড়া উপজেলার সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছুর আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহয়োগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ সোমবার নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪০০ শত রোগির চক্ষু সেবা প্রদান করা হয়।
রোগিদের সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন মেডিকেল অফিসার ডা. বোরহান উদ্দিন।
নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি সমুজ মিয়ার সভাপতিত্বে এবং কলেজের শিক্ষক সুভেন্দু বিকাশ দের পরিচালানায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, শমশেরনগর সুজা কলেজের শিক্ষক আশফাকুর রহমান, নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, সাবেক কুলাউড়া প্রেসকাবের সভাপতি সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছু, দেশ টিভির মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহী কুটি, যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, বিএনপির নেতা তাহির আলী এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলিশন অফিসার দেওয়ান রুহুল আমিন চৌধুরীসহ চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ।