দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৫, ৮:২৩ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি :: আমরা জনগণের পক্ষে এ স্লোগানকে সামন রেখে দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর পথচলা। ১৫ ফেব্রুয়ারি রোববার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করায় মৌলভীবাজার প্রেসকাবে কেককাটার মধ্যদিয়ে এ দিনটি পালন করা হয়। পরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রেসকাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মাছরাঙ্গা প্রতিনিধি ফেরদৌস আহমদ, ডেইলী অভজারভার প্রতিনিধি অশোক কুমার দাস, ইনডিপনডন্ট টিভি প্রতিনিধি আনহ্রা আহমদ সমশাদ, এস এ টিভির প্রতিনিধি পান্না দত্ত, বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, বাংলানিউজ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, সাপ্তাহিক পূর্বদিকের সহকারি সম্পাদক মহ্সীন মুরাদ, হোসাইন আহমদ, মো. এমদাদুল হক প্রমুখ।