কুলাউড়ায় মাহতাব ছায়েরা স্কুলে পূণর্মিলনী ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫, ১২:২৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীর পূণর্মিলনী ও বার্ষিক ম্যাগাজিন ‘উদ্দীপন’ এর মোড়ক উন্মোচন শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়।
শুরুতে ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে ও পূণর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক মাহমুদ হাসান রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ম্যানেজিং কমিটির সদস্য আজিজুল হক বাবুল, প্রাক্তণ ছাত্র প্রভাষক এমদাদুল হক প্রমুখ।