কুলাউড়ায় অগ্নিকাণ্ডে প্রবাসী পরিবারের ১০ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫, ১২:১৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসী পরিবারের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শরীফপুর গ্রামের দুবাই প্রবাসী নাঈমুল আহমদের (২৫) টিন শেডের বসতঘরে অসাবধানতাবশত আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।
এতে প্রবাসী নাঈমুলের আরব আমিরাতের ভিসাযুক্ত পাসপোর্ট, নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, প্রচুর পরিমাণে ধান ও মালামাল মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জের অগ্নি নির্বাপক দল শরীফপুরে যাবার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান জানান, তদন্তক্রমে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হবে।