শঙ্কামুক্ত জীবন ও নিরাপদে পরীক্ষা দেওয়ার দাবিতে বড়লেখায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫, ১১:০৯ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি
শঙ্কামুক্ত জীবন ও নিরাপদে পরীক্ষা দেওয়ার দাবিতে শনিবার সকাল ১১টায় বড়লেখায় নারীশিক্ষা একাডেমী অ্যান্ড ডিগ্রি কলেজ ও বড়লেখা ডিগ্রি কলেজসহ উপজেলার সকল কলেজে মানববন্ধন করে শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবন্ধনে একাত্বতা ঘোষণা করে বড়লেখা প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। ঘন্টাব্যাপি মানবন্ধনে বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমী অ্যান্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, উপাধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন ও বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওছার হোসেন, বিধান চন্দ্র, জায়েদ আহমদ, নিয়াজ উদ্দিন প্রমুখ।