কুরমা চা বাগানে আগুনে পুড়ে ২টি ঘর ভস্মিভূত
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
ন্যাশনাল টি কোম্পানীর (এনটিসি) কুরমা চা বাগানে এক শ্রমিকের দুটি ঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্থানীয় চা শ্রমিকরা জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করার আগেই একটি ঘর সম্পূর্ণ ও অন্য একটি ঘরের আংশিক পুড়ে যায় । এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।