মৌলভীবাজারে আন্তর্জাতিক নদী দিবসে বাপার ‘গল্পকথা’ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫, ৭:৩১ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
মনুসহ জেলার সকল নদ-নদী এবং মানবসৃষ্ট বাধাসমূহ দূর করার দাবিতে ও আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের উদ্যোগে ‘নদীর গল্পকথা’ নামে এক অনুষ্ঠনের আয়োজন করা হয়। ১৪ মার্চ শনিবার সকাল ১১টায় মনু ব্রিজ সংলগ্ন বালুচরে এ অনুষ্ঠান করা হয়।
আ.স.ম সালেহ সুহেলের সভাপতিত্বে ও শিব প্রসন্ন ভট্টাচার্য্যরে পরিচালনায় নদীর গল্প বলেন, মৌলভীবাজার সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী, নাট্যকার আব্দুল মতিন, মৃত্তিকা সম্পাদক কবি ওবায়দুর রহমান ছালিক, সাংবাদিক অশোক কুমার দাশ, মনুবার্তা সম্পাদক মো. জসিম উদ্দিন, পূর্বদিক সম্পদাক মুজাহিদ আহমদ, শিক্ষিকা শ্যামলী চন্দ, মাধুরী মজুমদার, এহসানা চৌধুরী, শিল্পী গৌরাঙ্গ দাশ, নাট্য শিল্পী আনোয়ার হোসেন দুলাল, আজিজুর রহমান খাঁন ছালেহ প্রমুখ।