প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫, ১:২১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে সংবর্ধনা প্রদান করেছে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট। গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের পৌরসভা সেমিনার কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার আলহাজ হাফিজ আলাউর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলমের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ সৈয়দ আবু শাহজাহান, এখলাসুর রহমান প্রমুখ।
সংবর্ধিত প্রবাসী কমিউনিটি ব্যক্তিবৃন্দ হলেন- কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান রাফুল মিয়া, ইয়াবর মিয়া, জহিরুল ইসলাম, আব্দুল মুকিত, তরাজুল ইসলাম, হান্নান মিয়া, সুরুক মিয়া, তারেক মিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ওয়ালিউর রহমান সানি, হাফিজ কাওসার আহমদ, জায়েদ আহমদ চৌধুরী, বেলাল উদ্দীন কামরান, মোস্তফা আহমদ, জোবায়ের আহমদ রাজু, নুরুল হুদা, শেখ কাদের আল হাসান, আবদুর রাজ্জাক, রাজন আহমদ, মুজাহিদ আহমদ, মাহমুদ আলী, আবু জাফর রিপন, জুয়েল আহমদ, আবদুস সালাম, রেদওয়ানুল ইসলাম, মিছবাউর রহমান, আফসার আহমদ প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তৃতা পর্বে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার আলহাজ হাফিজ আলাউর রহমান টিপু কমিউনিটি নেতৃবৃন্দের কাছে ট্রাস্টের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্য শেষে তিনি সংবর্ধিত প্রবাসী কমিউনিটি ব্যক্তিবৃন্দকে ক্রেস্ট উপহার দেন ।