মংলায় নির্মাণাধীন সিমেন্ট কারখানার ছাদ ধস, চারজনের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ১২:১৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাগেরহাটের মংলা বন্দরের শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে প্রায় ১৮০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার বিষয়টি নিশ্চত করেছেন।
এ ছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে। ২০ জনকে খুলনা শেখ আবু নাসের হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অন্যদের মংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ করছেন।
তবে এখনও প্রায় ২৫ থেকে ৩০ জন নির্মাণ শ্রমিক ধসে পড়া ভবনের নিচে রয়েছেন বলে আশংকা করছেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার জানান, মংলার নৌবাহিনী, কোস্টগার্ড ও বাগেরহাট-মংলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত চারজন শ্রমিকের লাশ মংলা বন্দর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন ধসের পরপরই কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। ভবন ধসের খবর পেয়ে স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার সময় ৫০ থেকে ৬০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানান তারা।