মৌলভীবাজরে ছানি অপারেশনকৃত ৫০ রোগীর ফলোআপ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ১১:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার ‘ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ও বিএনএসবি মৌলভীবাজারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবিরে বাছাইকৃত ৫০ জন রোগীর ছানি অপারেশন পরবর্তী ফলোআপ আজ ১২ মার্চ বৃহস্পতিবার সকালে সংস্থার কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রুহিদ আহমদের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসব রোগীর অপারেশন পরবর্তী চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রসঙ্গত, ‘ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ও বিএনএসবি মৌলভীবাজারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষুশিবিরে গত ২৮শে ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী সংস্থার কার্যালয়ে ১৯৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। চিকিৎসা শিবির থেকে ৫৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করে ঐদিনই তাদের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়।