নাশকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিয়ানীবাজারে বিজিবি’র মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ১১:০৬ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
পেট্রোল বোমা ও অন্যান্য নাশকতা মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সিলেটের বিয়ানীবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন আয়োজনে ব্যাটালিয়ন সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরদার রেজাউল হক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা।
অন্যান্যদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের, বড়লেখার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ বিয়ানীবাজার, জুড়ী, বড়লেখা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।