কমলগঞ্জে ছবি তোলা নিয়ে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ৮:৩১ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানে স্ত্রীর ছবি তোলায় কুপিয়ে এক যুবককে হত্যা করেছে তার স্বামী। হত্যাকারী ঠেলা চালককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
গতকাল ১১ মার্চ বুধবার রাত সোয়া ১০টায় শমমেরনগর চা বাগানের ভজন টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, স্ত্রীর ছবি তোলায় উত্তেজিত হয়ে কুপিয়ে স্বামী উত্তম ভর (৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে প্রতিবেশি স্মরণ কুমার কৈরীকে (২০) হত্যা করে।
স্মরণ কুমার কৈরী (২০) চা শ্রমিক মৃত শ্রীরাম কৈরীর ছেলে।
ঘটনার পর এ চা বাগানের শ্রমিকরা ঘাতক ঠেলা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় স্মরণ কৈরীকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ এসআই মতিউর রহমান বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।