সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ৫:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুল মালিক চৌধুরী আর নেই।
গতকাল ১১ মার্চ বুধবার রাত ৮টা ৪০মিনিটে নগরীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে গত মঙ্গলবার নগরীর একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আজিজুল মালিক চৌধুরী মৃত্যুকালে ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট আজিজুল মালীক চৌধুরী ১৯৪৫ সালের ১৬ জানুয়ারি সিলাম ইউনিয়নের চর মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম আবদুল মালিক চৌধুরী ও মরহুমা আছিয়া খাতুন চৌধুরীর বড়ো ছেলে। আজিজুল মালীক চৌধুরী লালাবাজার হাইস্কুল থেকে ১৯৬০ সালে মেট্রিক, মদনমোহন কলেজ থেকে ১৯৬৩ সালে আইএ, ১৯৬৫ সালে এমসি কলেজ থেকে বিএ এবং ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। তিনি ১৯৬৮ সালের ৪ ডিসেম্বর সিলেট জেলাবারে যোগদান করেন। একই বছর ১৮ নভেম্বর বার কাউন্সিলের সদস্য হন। তিনি সিলেট জেলা বার এসোসিয়েশনে ১৯৭৩ সালে যুগ্ম সম্পাদক, ১৯৮৫ ও ১৯৮৭ সালে সেক্রেটারী এবং ১৯৯৭ ও ১৯৯৮ সালে সভাপতি, ২০১৩ ও ২০১৪ সালে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি একাধারে সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও নিসচা সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসী এক গুণী ব্যক্তিত্বকে হারালো।
অ্যাডভোকেট আজিজুল মালিক চৌধুরীর মৃত্যুর খবরে তার দরগামহল্লার বাসায় ছুটে যান আইনজীবীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।