বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদেকে আটকের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ৫:১৪ পূর্বাহ্ণ
বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘উঠিয়ে’ নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি ও তাঁর পরিবার। তবে পুলিশ, র্যাব তাঁকে আটক বা গ্রেফতারের অভিযোগ অস্বীকার করছে।
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘উঠিয়ে’ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। একই সঙ্গে বিএনপির দলীয় প্যাডে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ অভিযোগ করা হয়।
অবশ্য রাত সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ বা র্যাবের পক্ষ থেকে বিএনপির ওই নেতাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সালাহ উদ্দিন আহমেদ নাশকতার বিভিন্ন মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাত দশটার পর, ঢাকায় উত্তরার একটি বাসা থেকে তাঁর স্বামীকে উঠিয়ে নিয়ে গেছে ।
সালাহউদ্দীন আহমেদের স্ত্রী অভিযোগ করেন, উত্তরায় তাদের দূরসম্পর্কের যে আত্মীয়ের বাড়িতে সালাহ উদ্দিন সালাহউদ্দীন অবস্থান করছিলেন, মঙ্গলবার রাতে সেখানে ছয়টি গাড়িতে করে কিছু লোক আসে।
তারা বাসার দারোয়ানকে ডিবির পরিচয় দিয়ে ভেতরে ঢুকে দোতলার দরজা ভেঙ্গে ফেলে তার স্বামীকে ধরে নিয়ে যায় ।
‘সেসময় তিনি আমার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু তারা লাইনটি ডিসকানেক্ট করে দেয়,’ বলছিলেন সালাহউদ্দীন আহমেদের স্ত্রী।
তিনি বলেন, এসময় বাসার গৃহকর্মীকে বেঁধে ফেলে তারা এবং সালাহউদ্দীন আহমেদকে হাত ও চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়।
সালাহউদ্দীন আহমেদের স্ত্রী অভিযোগ করেন, এরপর গুলশান ও উত্তরা থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছেন না তিনি।
পুলিশ তার দেয়া তথ্যকে ভিত্তিহীন বলে সাধারণ ডায়েরি করতে অপারগতা জানাচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দীন আহমেদের স্ত্রী।
এ অবস্থায় আজ বৃহস্পতিবার উচ্চ আদালতে গিয়ে ‘২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দীন আহমেদকে আদালতে হাজির করা হোক’ এই মর্মে রিট করার কথা জানান তিনি।
সালাহউদ্দীন আহমেদের স্ত্রী বলেন, তিনি স্বামীর সন্ধান চান।
তার অভিযোগ, তার স্বামীকে আটক করা হয়েছে কিন্তু সেটি স্বীকার করছে না পুলিশ।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ আমরা জানতে পেরেছি যে- গত রাত (মঙ্গলবার) ১০টার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০/৩০ জনের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে।’
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ ব্যাপারে জানান, র্যাব বিএনপি নেতা সালাউদ্দিনকে আটক করেনি।
রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, পুলিশ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটক বা গ্রেফতার করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো ইউনিট তাকে আটক করেছে কিনা তাও পুলিশের জানা নেই। তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত ৩ জানুয়ারি কর্মসূচি ঘোষণা দিয়ে গুলশানে নিজ কার্যাালয়ে যাওয়ার পর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখান থেকে ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দেন খালেদা জিয়া।
এরপর থেকে কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের অবস্থান জানান দিচ্ছিলেন বিএনপির যুগ্ম মহাসচি সালাহ উদ্দিন আহমেদ। সর্বশেষ মঙ্গলবার বিকেলে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ডাকা হরতালের সময় সীমা শুক্রবার সকাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন তিনি।