বড়লেখায় বাস পুড়ানো মামলায় পৌর শিবিরের সেক্রেটারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫, ৪:৩০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় গত ১২ ফেব্রুয়ারি ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা পুড়ানোর মামলায় এজাহার নামীয় আসামী বড়লেখা পৌর শিবিরের সেক্রেটারি হাসনাত আহমদ শাকিল (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১১ মার্চ বুধবার ১১ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের পাখিয়ালা গ্রামের তার নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে পৌর শহরের পাখিয়ালা গ্রামের আব্দুস শহিদের পুত্র।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ছাড়াও বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।