জুড়ী উপজেলা উপ-নিবার্চনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫, ১:২৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
উৎসব উচ্ছল পরিবেশের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম জুড়ী উপজেলার উপ-নিবার্চনের প্রার্থীদের মাঝে ১১ মার্চ বুধবার প্রতীক বরাদ্দ দিয়েছেন।
মনোনয়ন দাখিলকৃত ৭ প্রার্থীর মধ্যে এম এ মুজিব মাহবুব গতকাল ১০ মার্চ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বর্তমানে ৬ জন প্রার্থী রয়েছেন।
জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক বদরুল হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব এম. এ মুমীত আসুকের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গুলশানারা মিলি (আনারস) প্রতীকের জন্য আবেদন করেন। পরে লটারির মাধ্যমে বদরুল হোসেন (আনারস), গুলশানারা মিলি (ঘোড়া) প্রতীক রিটার্নিং অফিসার বরাদ্ধ করেন।
এছাড়া গিয়াস উদ্দিন আহমদ (উড়োজাহাজ), আলহাজ তাজুল ইসলাম তারা মিয়া (কাপ পিরিচ), আলহাজ হোসনে আরা বেগম (মোটর সাইকেল) ও এম এ মুহিত শিপলু (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী আমেজ এখন উৎসবমুখর গ্রাম-গঞ্জ, হাট-বাজার, পাড়া-মহল্লা প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।