কুলাউড়ায় বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রিকেট সামগ্রী প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে সিলেট বিভাগীয় ক্রীড়ার পক্ষ থেকে ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ ১১ মার্চ বুধবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেন সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি বিসিবি’র কাউন্সিলর জাহেদ আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাই আল হাদী, কুলাউড়া ক্রিকেট কমিটির সম্পাদক এহসান আহমদ টিপু, ক্রীড়া সংগঠক বেলায়েত হোসেন লাভলু প্রমুখ।