২০ দলীয় জোটের হরতালে ফেনীতে ৫টি গাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫, ৭:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে যুক্ত হওয়া হরতালে চলছে। আজ সকালে ফেনীতে একটি হিউম্যান হলার ও চারটি অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তারা। এছাড়া অভিযানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ষাটেরও অধিক নেতাকর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
ফেনীতে ৫টি গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
ফেনী শহরের মিজান রোডের মোড় ও পোস্ট অফিসের সামনে আজ বুধবার সকালে একটি হিউম্যান হলার ও চারটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা সেখানে দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতাল চলাকালে আজ সকাল সাড়ে সাতটার দিকে ১০-১২ জন যুবকের একটি দল মিজান রোড ও পোস্ট অফিসের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই দুই স্থানে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার ও চারটি অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই পাঁচটি গাড়ি পুড়ে যায়।
খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
চলছে গ্রেফতার অভিযান
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ষাটেরও অধিক নেতাকর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
রাজধানীতে ২০ দলের ২১ নেতাকর্মী আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০দলীয় জোটের ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ দাবি করা হয়। ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন বিএনপির এবং ১৩ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
গাজীপুরে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক
গাজীপুরে হরতাল-অবরোধে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ সিরাজুল ইসলাম জানান, জয়দেবপুর থানা এলাকা থেকে ৪জন, টঙ্গী থানা এলাকা থেকে ২জন ও শ্রীপুর থানা এলাকা থেকে ২জনকে আটক করা হয়েছে।আটকদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী আটক
নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি কর্মী ৭ জন ও জামায়াতের ৬ জন কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, মঙ্গলবার রাতভর সীতাকুণ্ড, সাতকানিয়া ও বাঁশখালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জে বিএনপির ৫ কর্মী আটক
নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৫ কর্মী আটক
নাশকতার আশঙ্কায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সদর থানায় পাঁচ, গাংনী থানায় ছয় ও মুজিবনগর থানায় চারজনকে আটক করা হয়েছে।
চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৩ কর্মী আটক
চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থানায় বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার মো. মাসুম (২২), ফরিদগঞ্জ উপজেলার মো. বোরহান উদ্দিন (৪২) ও আমির হোসেন কিরন (৪৫)।
জেলা পুলিশ সুপার (এসপি) আমির জাফর জানান, অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের দুপুরের মধ্যে জেল হাজতে পাঠানো হবে।