সিলেটে বিজিবি’র অভিযানে ৮লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫, ৮:৩৯ পূর্বাহ্ণ
পীর্বদিক ডেস্ক ::
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, বিয়ার উদ্ধার করেছে বিজিবি-৫ ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫শ’ ৬০ বোতল মদ, ৪০ বোতল ফেন্সিডিল ও ১৪টি বিয়ার ক্যান।
আজ ১০ মার্চ মঙ্গলবার ভোরে ও ৯ মার্চ সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে এসব মাদকের চালান উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় স্থানীয় মাঝেরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ছয় লাখ ২১ হাজার টাকা মূল্যের ৪শ’ ১৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উৎমা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোহাম্মদ মোস্তফা মিয়া।
এছাড়া মঙ্গলবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪৬ বোতল অফিসার চয়েস মদ, ১৪টি বিয়ার ক্যান ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (০৯ মার্চ) উৎমা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বিছনাকান্দি সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪ হাজার টাকা মূল্যের ১৬ বোতল অফিসার চয়েস উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের মূল্য আট লাখ ৬১ হাজার ৭৫০ টাকা বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।